শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

result_bg_309353259ডেস্ক রির্পোট : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার সকাল ১০টায়
গণভবনে প্রধানমন্ত্রীর হাতে চলতি বছরের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলের কপি আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে শিক্ষাবোর্ডসমুহের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১টায় সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এসএসসির ফল প্রকাশ করা হবে।
এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন এবং ভোকেশনালে এক
লাখ দুই হাজার ৪২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। দুপুর ১২টার পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
গত ৯ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২২ মার্চ শেষ হয়। পরীক্ষায় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।