বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইটভাটার পুরনো ইট ফেলে নদী দখল, অবাধে ব্যবহার হচ্ছে জ্বালানী কাঠ, নষ্ট হচ্ছে কৃষি জমি

news-image

“হেরার জোর বেশী, তারা সবই করতে পারে”

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ইটভাটার পুরোনো ইট ও মাটি ফেলে মেঘনা নদী দখলের অভিযোগ উঠেছে। অন্যদিকে উপজেলার অনুমোদিত ৫টি ইটভাটার প্রায় সবগুলোতেই ফসলি জমি বিনষ্ট করে নিয়ম বহির্ভূতভাবে ইটভাটায় পুড়ানো হচ্ছে জ্বালানী কাঠ।

বাঞ্ছারামপুর উপজেলার দশানী গ্রামের খেয়াঘাট এলাকার এম এইচ কে ইটভাটার মালিক সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আইয়ুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর কয়েক বছর ধরে নদীটি ভরাট করছে। এ কারণে নদী সংকুচিত হয়ে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক বছর ধরে এই ভরাট কাজ চললেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার দশানী গ্রামের পশ্চিম পাশ দিয়ে এক সময় মেঘনা নদীর প্রবাহ ছিল। কালের বিবর্তনে গতিপথ পরিবর্তিত হয়ে নদীটি অন্যদিকে চলে গেছে। বিভিন্ন জায়গায় মেঘনার গতিপথ সংকুচিত হলেও দশানী এলাকায় প্রায় ৪০০ ফুট লম্বা ও ২০০ ফিট চওড়া রয়ে গেছে। এই নদী দিয়ে উপজেলা সদরের সঙ্গে নদী পথে দেশের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ রয়েছে। প্রতিদিন শত শত নৌযান চলাচল করছে।

সরেজমিন (১৮ জানুয়ারি) দশানী গ্রামের পশ্চিম-উত্তর প্রান্তে খেয়াঘাট,সংযোগ ব্রীজ ও বাজার -সংলগ্ন ইটভাটা এলাকায় দেখা গেছে, এম এইচ কে এই ভাটা-সংলগ্ন মেঘনা নদীর প্রায় কয়েক বিঘা নিচু জায়গায় পুরোনো ইট ও মাটি ফেলে ভরাট করা হয়েছে। ভরাট করা জায়গায় বিক্রির জন্য নতুন ইট রাখা হয়েছে। কয়েকটি নৌকা থেকে মাটি তুলে এখানে রাখা হচ্ছে।

দশানী ও শিবপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ‘হুমায়ুন চেয়ারম্যান ইট-মাটি ফালাইয়া গাং (নদী) ভইরা ফালাইছে। পাঁচ- ছয় বছর ধইরা হেরা নদীডা ভরতাছে। হেরার জোর বেশি হের লাইগা কেউ কিছু কইতে চায় না।’

এম এইচ কে ইটভাটার স্বত্বাধিকারী হুমায়ুন কবির জানান, নদী দখল করেছেন বলে তাঁকে একবার এক লাখ টাকা জরিমানা করেছিলেন ইউএনও। এগুলো তাঁর নিজের জমি, তাই ইট ও মাটি রাখছেন।তিনি নদী দখল করেননি।

আপনার নিজের জমিন কতোটুকু, এ প্রশ্নের উত্তরে তিনি অসংলগ্ন ভাবে একবার বলেন, ১৫ কানি (১ কানি=৩০ শতক), একবার বলেন ১২ কানি,শেষবার বলেন ১০ কানি জমি রয়েছে”।

অন্যদিকে,উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামে কে,বি,সি ইটভাটায় দেখা গেছে বিপুল পরিমান জ্বালানি কাঠ। ভাটার মালিক পক্ষ ফসলী জমি দখল করে নিয়মবহির্ভূত ভাবে ইটভাটা দিয়ে কৃষি জমি বিনষ্ট করার অভিযোগ রয়েছে।

কৃষক সফিক মিয়ার ভাষ্য, যেভাবে ইট, মাটি ফেলে ক্ষেত নষ্ট করতাছে, কয়দিন পরে আমগো এলাকায় ক্ষেতে চাষ করার জায়গা পামু না। হেরা সাবেক আওয়ামী লীগের নেতাগো লোক,আমরা বাধা দিমু কেমন? ”

আজ (রবিবার) মুঠোফোনে কথা বললে,কে.বি.সি ইটভাটার মালিক সেলিম মিয়া বলেন,” সাংবাদিক সাব,এখন কিছু লিখেন না,আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলব।আপনি কোথায় আছেন,সেটা বলেন’।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, আমি সবগুলো ইটভাটার বিষয় খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিবো।আজেকর বিষয়টি দেখতে নায়েবকে পাঠানো হবে। তাঁকে নদী ভরাট বন্ধ করতে নিষেধ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি

মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, রিপোর্ট

ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ এজাজ

হত্যা মামলায় এসপি তানভীর সালেহীন কারাগারে

১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা

এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

হাসিনা নির্দেশ দিয়েছিলেন—‘বিক্ষোভের নেতাদের হত্যা করুন, লাশ গুম করুন’

‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’

‘গণঅভ্যুত্থানে সব খালি হয়ে গিয়েছিল, কিন্তু আনসার বাহিনী তাদের স্থান ছাড়েনি’

‘দেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে, বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত

ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর