মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

news-image

অনলাইন প্রতিবেদক : এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে নগরবাসীকে হেঁটে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, এই এক-দেড় কিলোমিটার আপনারা অটোরিকশা ব্যবহার করবেন না। অটোরিকশা ব্যবহারে জটিলতা বৃদ্ধি পায়।

এছাড়া রাজনৈতিক মিছিল-মিটিং রাস্তায় না করে খোলা জায়গায় করার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এই সমাজে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য অটোরিকশা প্রয়োজন। আমাদের বাস্তবভিত্তিক চিন্তা করতে হবে। তবে যে হারে অটোরিকশা বাড়ছে সেই হারে বাড়লে পুরো রাস্তা দখল করে ফেলবে, এরপর আপনারা কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। এটি হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, অটোরিকশায় ৮০-৯০ হাজার টাকা ইনভেস্ট করে একজন প্রতিদিন ৫০০ টাকা পাচ্ছেন। আমি ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো পেশায় আছি, ১০ লাখ টাকা ইনভেস্ট করে ১০টা নামিয়ে দিয়ে প্রতিদিন ৫ হাজার টাকা আসছে। এক লাখ টাকা ব্যাংকে রাখলে এখন মাসে পাবেন এক হাজার টাকা। এক লাখ টাকা ইনভেস্ট করে প্রতিদিন যদি ৫০০ টাকা আসে তাহলে খারাপ কি, এজন্য অটোরিকশায় সবাই ইনভেস্ট করছে।

তিনি আরও বলেন, সবাই যদি এভাবে ইনভেস্টে নেমে যান তখন আর চলাচলের রাস্তা থাকবে না। কোনো দিকে কেউ নড়তে পারবে না। আপনি আমি কেউ যখন অসুস্থ হবো তখন অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে আসতে পারবে না। ঢাকা শহর অচল হয়ে যাবে। সরকারকে আমি জানিয়েছি যে অটোরিকশাগুলো আছে এর থেকে একটি অটোরিকশাও বৃদ্ধি পাবে না।

ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার কেউ ট্যাক্স দিচ্ছে না, তারা কোনো রেগুলেটরি বডির আন্ডারেও না, লাইসেন্স নেই। তাদের একটা নিয়মের মধ্যে আনতে হবে। সেটা পুলিশ আনুক আর অন্য কেউ।

তিনি বলেন, অটোরিকশা ব্যবসার সঙ্গে যারা আছেন তাদের বলবো আপনারা অটোরিকশা বৃদ্ধি করবেন না। আমি আর কাউকে অ্যালাউ করবো না। অটোরিকশার ব্যাটারি অবৈধভাবে চার্জ হয়। ট্যাক্স, লাইসেন্স কিছুই নেই। এটি জটিল বিষয়।

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এটি একটি স্বাধীন দেশ। আপনারা মিছিল-মিটিং করেন। এই দেশে বাকস্বাধীনতা আছে। আমরা এগুলোর নিরাপত্তা দিতেও প্রস্তুত। তবে আপনারা এমন কোনো জায়গায় মিছিল-মিটিং করবেন না, যে কারণে ট্রাফিক সমস্যার সৃষ্টি হয়। ট্রাফিক সমস্যা হলে নগরবাসী ভোগান্তির মধ্যে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তার ভেতরে আটকে থাকতে হয়। এতে গাড়ির তেল অপচয় হয়। এ কারণে ৩৬ হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে।

তিনি বলেন, মিছিল-মিটিং কিছু একটা হলেই রাস্তা বন্ধ। রাজনৈতিক মিছিল-মিটিং কোনো একটা খোলা মাঠে করুন, তাহলে রাস্তা বন্ধ হবে না, নগরবাসীর ভোগান্তিও হবে না।

 

এ জাতীয় আরও খবর

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

নবীনগরে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমরাহ পালনে যে ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার

বৈষম্য বিরোধী আন্দোলন : চোঁখের আলো হারিয়ে অন্ধকার দেখছে আজিজুলের পরিবার।

এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ

জুলাই হত্যা মামলা: রাজনৈতিক-ব্যক্তিগত দ্বন্দ্বে ফাঁসছেন অনেকেই

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরও ভয়ংকর হতে পারে দাবানল

বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে