রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যেসব ইস্যুতে নীতি পরিবর্তনের ইঙ্গিত দিলেন কমলা

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, তিনি নির্বাচিত হলে সীমান্তে নজরদারি বাড়াবেন এবং অভিবাসন নীতি কঠোর করতে কাজ করবেন। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে মেক্সিকো-সীমান্তে কড়াকড়ি আরোপ করবেন। পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যহত রাখবেন। কমলা বলেন, তাদের আইন আছে। যারা অনুপ্রবেশের চেষ্টা চালাবেন, এসব আইন অনুসরণ করে তাদের ওপর তা প্রয়োগ করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সিএনএনের ড্যানা ব্যাশকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে কমলা হ্যারিস এসব কথা বলেন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দেওয়া প্রথম সাক্ষাৎকারে অভিবাসন, আইনপ্রয়োগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কমলার নীতিগত পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে এতে গাজায় গণহত্যার শিকার ফিলিস্তিনিদের জন্য তেমন কোনো আশার বাণী নেই। এতোদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করা ও শর্তহীনভাবে ইসরায়েলকে সমর্থনের কথা বলে আসছিলেন। এবার ডেমোক্র্যাট হ্যারিসকে তা বলতে শোনা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন, কেমলা সেভাবেই তাদের পাশে থাকবেন। সাক্ষাৎকারে ফিলিস্তিনে ব্যাপক হারে মানুষ নিহত হওয়ায় কিছু সংখ্যক ডেমোক্র্যাট যে ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনার দাবি তুলেছেন, তা প্রত্যাখ্যান করেন কমলা। তিনি বলেন, তিনি শক্তিশালী ইসরায়েলকে সমর্থন করেন। তবে গাজায় যুদ্ধবিরতির জন্য তাদেরকে একটি চুক্তিতে পৌঁছতে হবে। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ‘নির্বাচিত হলে আপনি কি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন?’ জবাবে কমলা বলেন, ‘না, আমাদেরকে একটি (যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির) চুক্তি করতে হবে।’

কমলা হ্যারিস বাইডেন প্রশাসনের শুরু থেকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বার্তাসংস্থা রয়টার্স জানায়, জো বাইডেন প্রশাসনের ইসরায়েল নীতির সমালোচনাকারী আনকমিটেড ন্যাশনাল মুভমেন্ট নামের সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আব্বাস আলাওয়েহ গাজা ইস্যুতে কমলার প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যদি ভাইস-প্রেসিডেন্ট (কমলা) যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহীই হতেন, তাহলে তিনি অবিলম্বে বিস্ফোরক পাঠানো বন্ধ করার সমর্থন করতেন।

টেলিভিশন সাক্ষাৎকারের সময় কমলার পাশে ছিলেন তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তিনি বলেন, কমলা যদি জয়ী হন, তবে তার মন্ত্রীসভায় একজন রিপাবলিকানও থাকবেন। সাক্ষাৎকারে কমলা যুক্তরাষ্ট্রে শরণার্থীশিবির বন্ধের সমর্থন করেন।

গত মাসেই কমলা ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হন। তারপর থেকে জনমত জরিপে তিনি একচেটিয়াভাবে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন। নির্বাচনী প্রচারাভিযানের জন্য পেয়েছেন শত শত কোটি ডলার। এরইমধ্যে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনী সমাবেশ করেছেন তিনি; দিয়েছেন শক্তিশালী ভাষণ। সর্বশেষ গত বৃহস্পতিবার রয়াটর্স-ইপসোসের জরিপ প্রকাশ হয়। এতে ৪৫ শতাংশ সমর্থন পেয়ে ট্রাম্পের ৪১ শতাংশের চেয়ে কমলা এগিয়ে আছেন। বিশ্লেষকরা বলছেন, টেলিভিশন সাক্ষাৎকারে তেমন কোনো বড় ভুল (ভাষাগত) কমলা করেননি।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফিতি মোকাবেলার বিষয়ে তিনি ও বাইডেন প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে, তার সমর্থন করেন কমলা। তিনি বলেন, তারা একটি মহামারি ক্ষতিগ্রস্ত অর্থনীতি পেয়েছিলেন। ট্রাম্প এটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেননি। জিনিসপত্রের মূল্য কমিয়ে আনতে আরও কাজ করা প্রয়োজন।

এ সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মালিকানাধীন ট্রুথ সোস্যালে তিনি লিখেন, ‘কমরেড কমলা হ্যারিসের সঙ্গে বিতর্ক করা এবং তার প্রতারণা উন্মোচন করার জন্য আমি মুখিয়ে আছি।’

এ জাতীয় আরও খবর

বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন, কোথাও যানজট কোথাও গাড়ির অপেক্ষা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল

সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

দেহদান করে এখন দুশ্চিন্তায় ঋতুপর্ণা

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিলাম না : মাহফুজ আলম

বিএনপির ১৫ সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পেছাল

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র বিলাসী প্রকল্প : জ্বালানি উপদেষ্টা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সুইফটের সমর্থন কি নির্বাচনের শেষ খেলা বদলে দেবে

নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম

সিরিজ খেলতে দুপুরে ভারত যাচ্ছেন ক্রিকেটাররা