ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদির ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা : মামুনুল হক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিক মামুনুল হক।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আখড়া বেঁধেছেন। ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে দেওয়া হবে না।
দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা পৌর মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুবারকউল্লাহ। হেফাজতের কেন্দ্রীয় মহাসচিত শায়খ সাজিদুর রহমান এ সমাবেশের ডাক দেন।
সমাবেশে মামুনুল হক আরো বলেন, ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদির ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
১৫ বছরে হাতুড়ি লীগের পরিচিতি পাওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অপতৎরতা চালানোর চেষ্টা করছেন। কোনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করা হলে তা প্রতিহত করা হবে।