মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের আম আমদানির ঘোষণা দিয়েছে চীন

news-image

নিজস্ব প্রতিবেদক : গত এপ্রিল মাসে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে তাজা আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এর তিন মাসের মধ্যেই বাংলাদেশ থেকে আম রপ্তানির প্রাতিষ্ঠানিক বাধা দূর করতে পরিপত্র জারি করেছে দেশটির কাস্টমস প্রশাসন।

গত শুক্রবার চীনের কাস্টমস প্রশাসন আম আমদানির বিষয়ে পরিপত্র জারির মাধ্যমে অনুমোদন দিয়েছে। এই পরিপত্রে বাংলাদেশ থেকে তাজা আম আমদানির জন্য ফাইটোস্যানিটারি প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ঘোষণা দিয়েছে চীন।

জানা গেছে, গত এপ্রিলের শেষের দিকে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাতের সময় আম রপ্তানির বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই বৈঠকে বলা হয়, বাংলাদেশ থেকে এ বছরই আম নিতে চায় চীন। চীনের একটি রপ্তানি প্রতিনিধিদল আম পাকার মৌসুমে বাংলাদেশে আমবাগান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করবে। জুন মাসের প্রথম দিকে এই প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।

এই প্রতিনিধিদলের প্রতিবেদনের ভিত্তিতে চীনের কাস্টমস বিভাগ বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে চূড়ান্ত অনুমোদন প্রদান করবে। ওই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান, চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সেলর সঙ ইয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

সেই পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ জুলাই) বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ জুলাই ২০২৪ তারিখে চীন ও বাংলাদেশের দুই নেতার সাক্ষীতে ‘বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্টস প্রটোকল’ স্বাক্ষর করা হয়, যা এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় পারস্পরিক উপকার করবে।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বাংলাদেশে প্রতিবছরই আমের উৎপাদন বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে আমের উৎপাদন ১২ লাখ টন হলেও গত ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন ছিল প্রায় ১৫ লাখ টন।

এ জাতীয় আরও খবর

মেয়ে দেখে হাসলেই একটা প্রাণ চলে যাবে: ওমর সানী

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আমিশা!

গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত, লেবাননে ২

সকালে খালি পেটে বেলের শরবত খেলে শরীরে কী হয়?

রাষ্ট্রের সাংবিধানিক নাম বদলে বিএনপির দ্বিমত

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ভারতীয় ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে জায়গা পেলেন

গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে ও তার দুই সহকারী

সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা