সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-তামিমের লড়াইয়ে ফাইনালে যাবে কে

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ কে হবে– এ নিয়ে কারও আগ্রহ নেই। আলোচনা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ঘিরে। সাকিব না তামিম ফাইনালের দৌড়ে জয়ী হবেন– এ নিয়ে বিস্তর আলোচনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দু’দলের কোচকেও প্রশ্ন করা হয়েছিল একই ইস্যুতে। ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বিতর্ক সৃষ্টি হওয়ার মতো কোনো উত্তর দেননি। রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামও কথার লড়াইয়ে যাননি। তবে তামিম ইকবাল আর ফজল হকের দ্বৈরথ নিয়ে ঠিকই কথা বলেছেন তিনি। অর্থাৎ বিতর্কের আগুনে হাওয়া দিয়ে উত্তাপ বাড়িয়েছেন।

কোচ সোহেল মনে করেন জাতীয় দলের খেলায় তামিমকে বারবার আউট করার অভিজ্ঞতা কাজে লাগাবেন ফজল। তেমন কিছু হলে তো রংপুরের পোয়াবারো। তবে তামিম একবার ক্রিজে নিজের শেকড় বিস্তার করে নিলে ফজল হক দূরের কথা, সাকিবও উড়ে যেতে পারেন। কারণ বরিশালের অধিনায়ক আছেন দারুণ ছন্দে।

লিগ পর্বের শুরুতে খুব ভালো করতে পারছিল না বরিশাল। প্রথম ছয় ম্যাচ খেলে জিতেছিল তিনটি। তারই শেষের দিকে ভালো খেলে টেবিলের তিন নম্বর দল হিসেবে প্লে-অফে উন্নীত হয়। সোমবার এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সাত উইকেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে। লিগ পর্বে যে দলের কাছে টানা দুই ম্যাচে হেরেছে, তারাই নকআউট ম্যাচে প্রতিরোধ গড়তে পারেনি।

ব্যাটিং, বোলিং ভালো হলে রংপুরের জন্যও হুমকি হয়ে উঠতে পারে দলটি। ডেভিড মিলার, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, জেমস ফুলাররা ব্যবধান গড়ে দিতে পারেন। বিদেশিদের সঙ্গে দেশিদেরও লড়াই হবে। বরিশালের সিনিয়র ক্রিকেটাররা সেরাটা খেলে দিলে ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ হতে পারে তারা।

মিজানুর রহমান বাবুলের মতে, ‘এখন পর্যন্ত আমরা একটা ভালো ছন্দে, ভালো শেপে আছি। শুরুর দিকে যেমন অবস্থা ছিল, এখন তার চেয়ে ভালো অবস্থানে আছি। সবাই ভালো খেলছে। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। দু’দলই একই রকম শক্তির। যেহেতু এটা সেমিফাইনালের মতোই, যারা ভালো খেলবে কালকে, তারাই জিতবে। ছোট-বড় দল নেই কোনো।’

লিগের দুই ম্যাচে একটি করে জিতেছে উভয় দল। চট্টগ্রামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ হাসি হেসেছেন সাকিবরা। এবার তামিমের বরিশালের পালা। আজ কোয়ালিফায়ার জিতে ফাইনাল খেলার স্বপ্ন তাদের।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?