সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটকে বিদায় করে প্লে অফের সামনে বরিশাল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ৫ ম্যাচ হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে বিপিএলের বর্তমান রানার-আপরা শেষ চারে উঠতে পারল না। এক ম্যাচ বাকি থাকতেই শনিবার ফরচুন বরিশালের কাছে হেরে ছিটকে গেছে সিলেট। আগে ব্যাট করে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮৩ রান তোলে তামিম ইকবালের বরিশাল। ১৮৪ রানের লক্ষ্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রানে থামে সিলেট। এতে ১৮ রানের জয় পেয়েছে বাংলার ভেনিসের দলটি। এটি সবশেষ ছয় ম্যাচে দলটির পাঁচ জয়।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দলটির হয়ে ভাল খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স ও বাংলাদেশের মুশফিকুর রহিম। শুরুতেই বরিশালের দুই ওপেনার সেট হয়ে ফিরে যান। অধিনায়ক তামিম খেলেন ১৯ রানের ইনিংস। নিজ দেশের লিগ পিএসএলে দল না পাওয়া আহমেদ শেহজাদ ১৭ রান করেন।

তিনে নামা কাইল মেয়ার্স ৩১ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। এছাড়া পাঁচে নামা মুশফিকুর রহিম ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকেও তিনটি করে চার ও ছক্কার শট আসে। এছাড়া মাহমুদউল্লাহ ১২ ও মেহেদী মিরাজ ১৫ রান করেন। সিলেটের তানজিদ সাকিব ৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন।

১৮৪ রানের লক্ষ্যে নেমে শুরুতেই টালমাটাল সিলেট। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই বিদায় নেন হ্যারি টেক্টর ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাকির হাসানও সুবিধা করতে পারেননি। অ্যাঞ্জেলো পেরেরা, মোহাম্মদ মিঠুন, রায়ান বার্লরা ব্যর্থতার পরিচয় দিলে চাপ বর্তায় বেনি হাওয়েল ও আরিফুল হকের কাঁধে। সপ্তম উইকেটে ৫২ বলে ১০৮ রানের জুটি গড়েন তারা। ৩১ বলে ৫৭ রান করে আরিফুল আউটের পর শেষ ওভারে গড়ায় ম্যাচ। সেখানে বেনি হাওয়েলকে ফেরান সাইফউদ্দিন। সাজঘরে ফেরার আগে ৫৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৬৫ রানে থামে সিলেট।

১০ ম্যাচের ছয়টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে জায়গা পাকা করেছে বরিশাল। ১০ ম্যাচের ৮টিতে জিতে সবার আগে প্লে-অফে উঠেছে রংপুর, ৯ ম্যাচের সাতটিতে জিতে রংপুরের পথেই আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?