সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা জয়ে আত্মবিশ্বাস ফিরেছে সিলেটে

news-image

ক্রীড়া প্রতিবেদক : টানা পাঁচ ম্যাচ হেরে আসর শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে পরের চার ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেয়েছে মোহাম্মদ মিঠুনের দল। গত দুই ম্যাচে পেয়েছে টানা জয়। আজ তারা হারিয়েছে খুলনা টাইগার্সকে। দলটির বিদেশি ক্রিকেটার হ্যারি টেক্টর জানিয়েছেন, এই জয়ে দল আত্মবিশ্বাস খোঁজে পেয়েছে।

৬১ রান করে ম্যাচ সেরা হয়েছেন টেক্টর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘এক সপ্তাহ আগে একটা জয়ের জন্যও আমরা মুখিয়ে ছিলাম। এবার কিছুটা মোমেন্টাম পেয়েছি। তিনটি জয়ের দেখাও পেয়েছি। সত্যি বলতে এভাবে খেলতে আমার পছন্দ না।’

নিজের ইনিংস প্রসঙ্গে টেক্টর বলেন, ‘এখানকার উইকেট একটু কঠিন। তবে উইকেটে খানিকক্ষণ থাকার পর বল ভালো ব্যাটে আসছিল, রান আসছিল। গত ৩ ম্যাচ ধরে ওপেনিং করছি, যেটা আগে কখনও করিনি। সম্ভবত ১০ বছর বয়সে সর্বশেষ ওপেন করেছিলাম। এরপর থেকে একবারও ওপেন করিনি। চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর। দলের কাজে আসার মতো পারফরম্যান্স করতে চেষ্টা করেছি।’

টেক্টরকে ওপেনিংয়ে খেলানোর কারণ নিয়ে জানান, ‘প্রতি ওভারে ৮ রান করে প্রয়োজন ছিল। পিচ সম্পর্কে তো জানেনই। প্রতি ওভারে অন্তত একটা বাউন্ডারি দরকার ছিল। এ কারণে হয়ত দ্রুত ২ উইকেট পড়ে যায়। আমরা প্রথম কয়েক ম্যাচে জিততে জিততে হেরে গেছি।’

‘কিছু ম্যাচে হেরেছি পাওয়ারপ্লেতে ভালো করতে না পারায়। পাওয়ারপ্লেতে ৩-৪ উইকেট হারিয়ে ফেললে ক্রিকেটে জেতা খুব কঠিন। এই জায়গা নিয়ে আমরা কাজ করেছি, এজন্য ভিন্ন ওপেনিং কম্বিনেশনও আনা হয়েছে। উইকেট হাতে থাকলে শেষদিকে দ্রুত রান তোলা যায়, যে জিনিসটা আজ হয়েছে। আমরা শুধু চেষ্টা করছিলাম পাওয়ারপ্লেতে যেন ৩-৪ উইকেট না পড়ে যায়। বল অনেক সুইং করছিল, ব্যাট করা অনেক কঠিন ছিল।’-যোগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?