সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা: দুই নারীসহ ১৭ জনের যাবজ্জীবন

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর গ্রামের সালেহ মোহাম্মদকে পিটিয়ে হত্যার দায়ে দুই নারীসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া দুই আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা করেছেন।

বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস আলী এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জয়পুরহাট পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর চকপাড়া গ্রামের হাদিউজ্জামান প্রামাণিক, আরিফুল প্রামাণিক, আবু নাছের প্রামাণিক, শাহজাহান আলী, মোহাম্মদ আলী প্রামাণিক ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী প্রামাণিক, জহির প্রামাণিক, শামছুল আলম প্রামাণিক, সায়েম উদ্দিন প্রামাণিক, ওবাইদুল প্রামাণিক, সইম প্রামাণিক, রহিম প্রামাণিক, আবু বক্কর প্রামাণিক, বানু বেগম ও সাহেরা বেগম। পলাতক দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- আশরাফ আলী প্রামাণিক ও আবু সাঈদ প্রামাণিক।

পানি খেতে চাইলে আসামিরা মরিচের গুঁড়া মিশিয়ে সেই পানি জোর করে পান করান। এতে ঘটনাস্থলেই সালেহ মোহাম্মদ মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আজিজুল ইসলাম প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা করেন। পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মমিনুল হক মামলাটি তদন্ত করে ওই বছরের ২৪ জুন ২২ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারে সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে