ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে: পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক : বাংলাদেশের হাওয়া এখন ভাল, মাঝি ভাল, তাই দেশও ভাল আছে উল্লেখ করে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সামনে নির্বাচন তাই আমাদের সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি চান সুনামগঞ্জে বেশি বেশি উন্নয়ন হোক। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুনামগঞ্জকে উন্নয়নে আলোকিত করেছি, আরও করব।’
আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজলবাড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে রেল আসবে, বিমানবন্দর হবে। কোনো জায়গা আমরা খালি রাখবো না। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, কারণ আমরা চাই দেশের উন্নয়ন আর উন্নয়ন।’
তিনি বলেন, ‘আমি আপনাদের মানুষ, আমাকে আপনারা বারবার নির্বাচিত করে উন্নয়ন করার সুযোগ দিচ্ছেন। আমি যতদিন বেঁচে আছি আপনাদের সেবায় নিজের জীবন বিলিয়ে দিতে চাই। সুনামগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা চাই। আমি কাজের মানুষ আমাকে কাজ করার সুযোগ দিন।’
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতারা।