আলু রপ্তানি করায় দাম বেড়েছে : কৃষিমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি : আলুর উৎপাদন কম হওয়ার পাশাপাশি রপ্তানি করায় বাজারের দাম বেড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ ছাড়া দাম নিয়ন্ত্রণে ডিম আমদানির কথাও জানান তিনি।
মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গ্রিন হাউস প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এসব বলেন।
আলুর দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ‘চলতি বছর দেশের আলুর আবাদ কম হয়েছে। পাশাপাশি দেশের আলু বাইরে রপ্তানি করা হয়েছে। তাই দেশের বাজারে আলুর দাম বেড়েছে। তবে আলুর দাম বাড়লেও আলুর বীজের দাম গত বছরের মতো থাকবে। কৃষকরা কম দামে আলুর বীজ পাবেন। পাশাপাশি বাংলাদেশের আলুর উৎপাদন দেখে বিভিন্ন বড় বড় কোম্পানি দেশে কাজ করার আগ্রহ দেখিয়েছে’।
ভারত থেকে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, কয়েক বছরে দেশে পোলট্রি শিল্প ক্ষতির মুখে ছিল। সে সময় খামারিরা ডিম বিক্রি করে ক্ষতির সম্মুখীন হয়েছিল। চলতি বছর ডিমের দাম বেশি পাওয়ায় এবার খামারিরা লাভবান হচ্ছেন। কিন্তু ডিমের দাম অত্যধিক বাড়িয়ে দিয়ে খামারিদের লাভবান হওয়া কোনোভাবে মেনে নেয়া যায় না। তাই সরকার ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তাতেও দাম না কমায় ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক আরো বলেন, বিএনপি কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্দোলন করছে। শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে দলীয় কার্যালয় থেকে বের হবে না। কিন্তু ৯০ দিন পর তিনি বের হয়ে বাড়িতে ফিরে গেছেন। এখন তারা লোক দেখানো পদযাত্রা শুরু করেছে। তাদের কোনো আন্দোলন সফল হয়নি। সব আন্দোলন বিফলে গেছে। শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করলেও দেশ ছেড়ে পালিয়েছে তারেক রহমান।
তিনি বলেন, আমরা চাই সংসদে ও দেশে একটা শক্ত বিরোধী দল থাকুক। সেই শক্ত বিরোধী দল সংসদে সরকারে কার্যক্রমের ওপর সমালোচনা করবে। কিন্তু বিএনপি যে আগুন সন্ত্রাসের কার্যক্রম করেছে, তারা যাত্রীবাহী গাড়িতে অগ্নিসংযোগ করেছে, বহু মানুষকে মেরেছে। এমনকি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে। যা বিশ্বে বিরল।
কৃষিমন্ত্রী পরে তিনি ইনস্টিটিউটের হল রুমে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।
বিকেলে মন্ত্রী বিনা উদ্ভাবিত তেলজাতীয় ও অন্যান্য ফসলের জাতের সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালায় অংশ নেন।