ঢাকার বায়ু আজ ‘সহনীয়’
অনলাইন ডেস্ক : বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার ঢাকার অবস্থান ১২তম। সকাল ৯টা ২৩মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৮৪। বাতাসের এ মান ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’।
একিউআই স্কোরে শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই। শহরটির স্কোর ১৮৩। ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জার্কাতা, স্কোর ১৬৮। চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৫৮। পঞ্চমে উগান্ডার কাম্পালা, স্কোর ১২৯।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।