শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাইকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে আপন ভাই আনোয়ার হোসেনকে কুপিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় রাজবাড়ী শহরের বিনোদপুর এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ার হোসেনের শ্বশুর মীর আব্দুর রাজ্জাক বলেন, ‘আনোয়ার আমার জামাতা। সম্পত্তি ভাগাভাগি নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে তার আপন ভাই মো. বুলবুল হোসেনের বিরোধ রয়েছে। এ বিরোধে গত ১৭ নভেম্বর দুপুরে রাজবাড়ী বাজারে আমার মেয়ে সুমি বেগম ও জামাতা আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি মারধোর করেন সরোয়ার হোসেন ও তার স্ত্রী। মারধোরে সুমি বেগমের বাম হাতের হাড় ফেটে যায়। এ নিয়ে গত ২০ নভেম্বর রাজবাড়ী আমলী আদালতে আমি সরোয়ার হোসেন তার ছেলে মো বুলবুল হোসেন, বুলবুল হোসেনের স্ত্রী জোসনা বেগম, সরোয়ার হোসেনের স্ত্রী বুলুয়ারা বেগম, এরশাদুল হক শুভর স্ত্রী শিউলী সুলতানা নামে মামলা করেছি।’

তিনি আরও বলেন, ‘আনোয়ার হোসেন আমার বাড়িতে যাওয়ার সময় গতকাল বুধবার রাত ৯টায় বিনোদপুর এতিমখানা এলাকায় পৌঁছালে বুলবুল হোসেনের নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে অভিযুক্ত বুলবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর