বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

৫০ লাখ লোকের সমাবেশ হবে ঢাকাতে: বুলু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘ঢাকায় আমাদের সমাবেশের মাধ্যমে বার্তা দিতে চাই- শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এদেশে কোনো নির্বাচন হবে না। কমপক্ষে ৫০ লাখ লোকের সমাবেশ হবে ঢাকাতে। বাংলাদেশের ছোট-বড় যেসব রাজনৈতিক দল রয়েছে, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলব।’

আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বক বরকত উল্লাহ বুলু বলেন, ‘আপনারা দেখেছেন সরকার সমাবেশের আগে কী রকম ধর্মঘট দিয়েছে। তারপরও কত গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘কুমিল্লার নাম শুনলেই শেখ হাসিনা আতঙ্কে থাকে। এই অবৈধ সরকার আবারও অবৈধ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে চায়। তার সেই খায়েস আর পূর্ণ হবে না। এই সমাবেশ থেকে আমরা শেখ হাসিনাকে বার্তা দিতে চাই বাংলার মাটিতে তাকে আর প্রয়োজন নেই।’

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সভায় প্রধান বক্তা ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী ও খলিলুর রহমান গাজীর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সদস্য এম এ হান্নান, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, সদস্য বাহবুবুল ইসলাম স্বপন, আব্দুস সাত্তার পাটওয়ারী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

১৩ বছর সহ্য করেছি, আর ১৩ মিনিটও অপেক্ষা নয়: জামায়াত আমির

ইউক্রেন যু্দ্ধ নিয়ে আলোচনা, প্রতিনিধি দল নিয়োগ দেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া

তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন

ভাইরাল পোস্টার, ২৭ ফেব্রুয়ারি আসছে বড় চমক

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেফতার

কুয়েটে শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

দীন মোহাম্মদের নিয়োগ বাতিল, নতুন পরিচালক কাজী গিয়াস উদ্দিন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি: ফখরুল

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন শফিকুল আলম

পিএসসিতে ৭ সদস্য নিয়োগ

নতুন ছাত্রসংগঠন আসছে ২০ ফেব্রুয়ারি, কারা থাকছেন নেতৃত্বে