ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানিয়েছেন, রাজধানীর পূর্ব শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আজ বিকেল ৩টার পর বিএনপি নেতা হারুন উর রশিদকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।