শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শুভ’র জন্মদিন

news-image

অনলাইন ডেস্ক : বর্ধমানের সেই মেয়ের বিশ্বজয়। যা কিছু শুভ তা যেন তাকে ঘিরেই থাকে। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার তার জন্মদিন। ইন্ডাস্ট্রিতে ১৫ বছর। শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘বাহুবলী’র মতোই তার প্রেম কথা। বিয়ে। পরিচালক রাজ চক্রবর্তী আর ইউভানকে নিয়ে গোছানো সংসার।

 শুভশ্রী গঙ্গোপাধ্যায়

 

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আসলে বহুকাল ধরেই রাজের ছবির ভক্ত। ওর ছবির একটা আলাদা টাচ আছে।’ প্রেমের প্রথম দিন থেকেই তারা কাজ নিয়ে সবাক। শুভশ্রী বলেছিলেন, ‘দুজনকে বলে দিয়েছিলাম, কাজের ব্যাপারে কেউ নাক গলাব না। রাজ নিজে খুব ভালো একজন অভিনেতা। আমরা দুজন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি। ব্যস ওটাই। বললে বিশ্বাস করবেন কি না জানি না, রাজ যদি আমায় ওর ছবিতে কাস্ট করে তো আমার একটু অস্বস্তিই হবে।’

 শুভশ্রী গঙ্গোপাধ্যায়

সিনেমাই তার শেষ কথা নয়। আফসোস নিয়ে বলেছিলেন, ‘আমার গিটার শেখা হলো না। বড় নখ আমায় রাখতেই হবে, যেহেতু আমি অভিনেত্রী। প্লেন চালানো শেখা হলো না। তবে ঘোড়া চড়াটা শিখেছি। ঘোড়া কিনবও। এটা রাজ জানে।’ শেষ কয়েক মাসে স্ক্রিনজুড়ে শুধুই যে শুভশ্রী। ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’, ‘হাবজি গাবজি’, ‘বৌদি ক্যান্টিন’। সেখানে কখনো তিনি রাধা, কখনো বৌদি, কখনো আবার উদ্বিগ্ন অভিভাবক।

 শুভশ্রী গঙ্গোপাধ্যায়

 

তবে লড়াইয়ের পথ মসৃণ ছিল না তার। বলেছিলেন, ‘আমার জীবনের এমন একটা পর্যায় এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম শিফট করে গিয়েছিল এবং সেটা কিন্তু আমার ডিসিশন ছিল। আফটার ‘পরাণ যায়…’ আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম।’ সাময়িক কাজ ছাড়লেও হাল ছাড়েননি তিনি। তাই তিনি ‘পরিণীতা’য় অন্য চেহারায় পরিণত হয়েছিলেন। এ ছবির মাধ্যমে এক অন্য শুভশ্রীর জন্ম হয়। তার মতে, ‘সেই পরিচালক বুঝেছিলেন, আমিও অভিনয় করতে পারি। তার পরেই বাকিরা গুরুত্ব দিতে শুরু করেন।’

শুভশ্রী, আপনার জীবনে শুভ মুহূর্ত ‘শ্রী’ হয়ে উঠুক। শুভ জন্ম

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার