বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শুভ’র জন্মদিন

news-image

অনলাইন ডেস্ক : বর্ধমানের সেই মেয়ের বিশ্বজয়। যা কিছু শুভ তা যেন তাকে ঘিরেই থাকে। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার তার জন্মদিন। ইন্ডাস্ট্রিতে ১৫ বছর। শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘বাহুবলী’র মতোই তার প্রেম কথা। বিয়ে। পরিচালক রাজ চক্রবর্তী আর ইউভানকে নিয়ে গোছানো সংসার।

 শুভশ্রী গঙ্গোপাধ্যায়

 

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আসলে বহুকাল ধরেই রাজের ছবির ভক্ত। ওর ছবির একটা আলাদা টাচ আছে।’ প্রেমের প্রথম দিন থেকেই তারা কাজ নিয়ে সবাক। শুভশ্রী বলেছিলেন, ‘দুজনকে বলে দিয়েছিলাম, কাজের ব্যাপারে কেউ নাক গলাব না। রাজ নিজে খুব ভালো একজন অভিনেতা। আমরা দুজন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি। ব্যস ওটাই। বললে বিশ্বাস করবেন কি না জানি না, রাজ যদি আমায় ওর ছবিতে কাস্ট করে তো আমার একটু অস্বস্তিই হবে।’

 শুভশ্রী গঙ্গোপাধ্যায়

সিনেমাই তার শেষ কথা নয়। আফসোস নিয়ে বলেছিলেন, ‘আমার গিটার শেখা হলো না। বড় নখ আমায় রাখতেই হবে, যেহেতু আমি অভিনেত্রী। প্লেন চালানো শেখা হলো না। তবে ঘোড়া চড়াটা শিখেছি। ঘোড়া কিনবও। এটা রাজ জানে।’ শেষ কয়েক মাসে স্ক্রিনজুড়ে শুধুই যে শুভশ্রী। ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’, ‘হাবজি গাবজি’, ‘বৌদি ক্যান্টিন’। সেখানে কখনো তিনি রাধা, কখনো বৌদি, কখনো আবার উদ্বিগ্ন অভিভাবক।

 শুভশ্রী গঙ্গোপাধ্যায়

 

তবে লড়াইয়ের পথ মসৃণ ছিল না তার। বলেছিলেন, ‘আমার জীবনের এমন একটা পর্যায় এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম শিফট করে গিয়েছিল এবং সেটা কিন্তু আমার ডিসিশন ছিল। আফটার ‘পরাণ যায়…’ আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম।’ সাময়িক কাজ ছাড়লেও হাল ছাড়েননি তিনি। তাই তিনি ‘পরিণীতা’য় অন্য চেহারায় পরিণত হয়েছিলেন। এ ছবির মাধ্যমে এক অন্য শুভশ্রীর জন্ম হয়। তার মতে, ‘সেই পরিচালক বুঝেছিলেন, আমিও অভিনয় করতে পারি। তার পরেই বাকিরা গুরুত্ব দিতে শুরু করেন।’

শুভশ্রী, আপনার জীবনে শুভ মুহূর্ত ‘শ্রী’ হয়ে উঠুক। শুভ জন্ম

এ জাতীয় আরও খবর

ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম: ফারুকী

ওষুধ নেই, চিকিৎসা থেকে বঞ্চিত কয়েক লাখ মানুষ

স্থগিত কমিটি বহাল দাবি, সিরাজগঞ্জে আজও বন্ধ ট্রেন

রাতেও শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর সদস্যরা

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০৭

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদি আরব কি সত্যিই শক্ত অবস্থানে?

নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছর নিষিদ্ধ করলো আইসিসি

নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার

অবৈধ সম্পদ: ছেলেসহ কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

আদানির কাছ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশ

বরগুনায় বাসের ধাক্কায় উল্টে গেলো মাহিন্দ্রা, নিহত ৩