রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের শাসনামল পাকিস্তানের মতোই: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘বিএনপির দশা হেফাজতের মতো হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দলের সংবিধান সম্মত গণতান্ত্রিক কর্মসূচি গুলোকে বাধাগ্রস্ত করবার হুমকি। আইন-শৃঙ্খলাবাহিনী ব্যবহার করে বিরোধী দলের আইন সম্মত কর্মসূচি বানচাল করার চক্রান্ত বলে প্রতীয়মান হয়েছে।’

মঙ্গলবার (১ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিষয়বস্তু জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে হামলা চালিয়ে নিপীড়নকারী, কর্তৃত্ববাদী, একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী সরকার অসংখ্য আলেম, ওলামা ও মাদ্রাসার কিশোর ছাত্রদের হত্যা করেছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অসংখ্য হয়রানিমূলক মামলা দিয়ে অনেককে এখনও কারাগারে আটক রেখেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য তারই স্বীকারোক্তি। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার মানবাধিকার সংস্থা গুলোর কর্মকর্তাদের হয়রানি, মিথ্যা মামলা এবং নিবন্ধন বাতিল করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত পূর্বেও দাবি করেছে এবং পুনরায় মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগের প্রেক্ষিতে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত দাবি করছে। সভা এই অনির্বাচিত সরকারকে জনগণের সংবিধান সম্মত সকল কর্মসূচিতে কোনো বাধা প্রদান না করার আহ্বান জানায়। অন্যথায় সকল দায় দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সামনের বছর দুর্ভিক্ষ হতে পারে’-প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে স্থায়ী কমিটির সভায় আলোচনা করেছি। সভা মনে করে সরকার আপদকালীন খাদ্য মজুদ করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে খাদ্য শস্য আমদানি গত চার মাসে প্রায় ৩৭ শতাংশ হ্রাস পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দুর্নীতি ও লুটপাটের কারণে সরকার ডলার সংকটে পড়েছে। এখন এলসি খুলতে না পারায় আমদানি ব্যাহত হচ্ছে। ডলার সংকট সৃষ্টির জন্য সম্পূর্ণভাবে সরকারের দূর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘জেল দিয়ে আন্দোলন রোধ করা যায় কি না আওয়ামী লীগ ভালো জানে। তাদের দলের সর্বোচ্চ নেতাকেও (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) জেল দিয়ে পাকিস্তান সরকার আন্দোলন বন্ধ করতে পারেনি। দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগের শাসনামল পাকিস্তানের মতোই। অথচ আমরা পাকিস্তানের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে যায়।

‘বিএনপিকে নিয়ে দেশের জনগণ বিপদে আছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘কাকে নিয়ে বিপদে আছে সেটা জনগণ বিবেচনা করবে।’

জোবায়দা রহমান একজন পেশাজীবী, তিনি রাজনীতিতে আসবেন এমন আশঙ্কা থেকেই সরকার তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে কি না’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘জোবায়দা রহমান রাজনীতিতে আসবেন কি আসবেন না এটা বলার সময় আসেনি। সরকারের মূল ভয় ও আশঙ্কাটাই হচ্ছে জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে। ওয়ান-ইলেভেনের সরকারের সময় বলা হয়েছিল মাইনাস টু কিন্তু প্রকৃতপক্ষে ঘটেছে মাইনাস ওয়ান।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসলেই সরকার মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির ১৯ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল। প্রতিটি ক্ষেত্রে বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী, তাদের টার্গেট হচ্ছে বিএনপিকে নির্মূল করা। সরকার বিএনপিকে নির্মূল করতে চাইলে কি হবে, মানুষ তো বিএনপিকে চায়। তাই শত চেষ্টা করেও বিএনপিকে রোধ করা যাবে না, এটা জনগণের দল।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর,আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

এ জাতীয় আরও খবর

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

মাইগ্রেনের ব্যথা হলে কী করবেন

কেমন দল বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো

‘ফিজ’ নামটা কীভাবে পেলেন, জানালেন মুস্তাফিজ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে