শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যমের প্রতি মাশরাফির ক্ষোভ প্রকাশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সম্প্রতি ভারতীয় এক ওয়েবপোর্টাল বাংলাদেশের সেরা দশ ধনী ক্রিকেটারের তালিকার প্রতিবেদন আকারে প্রকাশ করে। সেই সূত্র ধরে দেশের বেশি প্রথম শ্রেণির গণমাধ্যমও প্রতিবেদন করে।

সেই সূত্র ধরে নিজেকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে এবার সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। মাশরাফী লিখেন-

ভিনদেশী কোনো হাবিজাবি স্বস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!

দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা স্বস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত…!

প্রসঙ্গত, ভারতীয় সেই ওয়েবপোর্টালে প্রকাশিত তালিকায় সবার শীর্ষে আছে মাশরাফির নাম। এ ছাড়া সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুমিনুল হক, রুবেল হোসেনসহ আরও অনেকের নাম রয়েছে।