ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মুফাস্সেল (২৫) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে জেলা শহরের মেড্ডা এলাকার তিতাস নদীর পাড়ে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।সে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি মেড্ডা এলাকায় ভারাটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্ত্রীর সাথে তার মনোমালিন্য ছিল। থানায় অপমৃত্যু মামলা হবে।