সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলে আরোহী নিহত
আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর : সড়ক দুর্ঘটনায় সোহান চৌধুরী (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী নামস্থানে আকাশি বিল হাওর এলাকায় মোটরসাইকেল ও ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান চৌধুরী নাসিরনগর উপজেলা সদরের বিশিষ্ট ঠিকাদার জিল্লু চৌধুরীর একমাত্র ছেলে ও নাসিরনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো – ল ৪৩-৪৪৪৩ নাম্বারের সাদা রঙের মোটরসাইকেলটি নাসিরনগর থেকে জেলা সদরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সরাইল আকাশি বিল হাওর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে । সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনা স্থলেই সাইকেল আরোহী সোহানের মৃত্যু হয়।
এই বিষয়ে সরাইল থানার অফিসার ইনর্চাজ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।