শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে ভূমিকা সন্দেহে মা-মেয়েকে হত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় মা-মেয়েকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার সালদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে ভূমিকা রয়েছে সন্দেহে এবং আর্থিক লেনদেনের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান জিএমপির উপ-কমিশনার জাকির হাসান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং স্বজনদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত জাহিদুল ইসলাম খান ও মহিউদ্দিন ওরফে বাবুকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে উপ- কমিশনার বলেন, ইন্সুরেন্স কোম্পানির আর্থিক লেনদেন নিয়ে জাহিদের সঙ্গে ফেরদৌসীর বিরোধ ছিল। এ ছাড়া সম্প্রতি বাবুর সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এ জন্য বাবু ইন্সুরেন্স কর্মী ফেরদৌসীকে দায়ী করেন। এসব কারণে বাবু ও জাহিদ ফেরদৌসীকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন ইন্সুরেন্সের কথা বলে মোবাইল ফোনে ফেরদৌসীকে দেশিপাড়ায় ডেকে নেন জাহিদ। ফেরদৌসী ও তার মেয়ে হারিনাল থেকে অটোরিকশা করে সেখানে যান। যাওয়ার পর তারা ফেরদৌসীকে গলা কেটে হত্যা করেন। এ সময় তার মেয়ে তাসমিয়া চিৎকার করলে ঘাতকরা তাকেও গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে ফেরদৌসীর ব্যবহৃত ব্যাগ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের