শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর দুর্ঘম চরাঞ্চল আলোকবারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার নেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

আহতদের মধ্যে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসনে দীপু সর্মর্থক শাহ আলম (৪৫) ও স্বতন্ত্র প্রাথী ইউনয়িন সাধারণ সম্পাদক আসাদউল্লাহ সমর্থক কাইয়ূম মিয়ার (৩০) নাম জানা গেছে। তারা দুইজনই সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। গুলিবিদ্ধ ৫ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি এখনো।

পুলিশ জানিছেন, আগামী ইউপি নির্বাচনে সদর উপজেলার দূর্গম চারাঞ্চল আলোকবারী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু। একইসাথে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অ্যাড. আসাদউল্লাহ। এর মধ্যে দলীয় মনোনয়ন পায় বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু। এ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলঠিল।

এরই মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমাদেন অ্যাড. আসাদউল্লাহ। সর্বশেস দলীয় চাপে আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেয় আসাদুল্লাহ। এতে আসাদুল্লাহ সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছিল।

অন্যদিকে, মনোনয়ন প্রত্যাহারের খবরে দীপুর সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন। এ সময় দীপু সমর্থকদের সাথে আসাদুল্লাহ সমর্থকদের কথাকাটাকাটি হয়। এ সময় উভয় সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লেখা পযর্ন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। ফোন ধরেননি স্বতন্ত্র প্রাথী ইউনয়িন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউল্লাহ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল হোসেন পাঠান বলেন, ইউপি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গেছে। তবে কতো জন আহত হয়েছে এখনো তা নিশ্চি করে বলা যাচ্ছে না। পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর