শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যৌতুক নিয়ে সংঘর্ষের মধ্যে নববধূকে নিয়ে পালালেন বর

news-image

ভোলা প্রতিনিধি : বিয়ের মূল আনুষ্ঠানিকতা ভালোই ভালোই শেষ হয়েছে। কিন্তু বিপত্তি বাঁধে বউভাতে। বরের বাড়িতে কনেপক্ষ যাওয়ার পর থেকেই শুরু হয় যৌতুক নিয়ে কথাবার্তা। এর মধ্যে ঘটকও চেয়ে বসেন মোটা অঙ্কের সম্মানী। বিপাকে পড়ে কনেপক্ষ। এমনকি খেতে বসেও বরপক্ষের লোকজন নানাভাবে বিদ্রুপ করতে থাকে।

এর মধ্যে পানি চাওয়ার জেরে শুরু হয় উভয়পক্ষে বিতণ্ডা। এক পর্যায়ে ঘটকসহ বরপক্ষের কয়েকজন কনেপক্ষের লোকজনকে মারতে শুরু করে। বেঁধে যায় সংঘর্ষ। এই ফাঁকে বর তাঁর নববধূকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।

ঘটনাটি ঘটেছে ভোলার মনপুরায়। গতকাল রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে এ ঘটনায় কনের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সংঘর্ষে কনের মা, ভাই-বোনসহ পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।

কনের মা নুরন্নাহার বেগম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরনবী মিয়ার ছেলে আল-আমিনের সঙ্গে গত বৃহস্পতিবার তাঁর মেয়ে তানজিলা আক্তার মিমের বিয়ে হয়। বিয়ের দুদিন পর গতকাল রোববার বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে যান কনের বাড়ির লোকজন। সেখানে কনের পরিবারের কাছে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবি করেন।

পরে বরপক্ষের লোকজন যৌতুকের টাকা ও কনের জন্য জামাকাপড় নিয়ে কেন আসেনি, এ নিয়ে কটূক্তি করতে শুরু করে। এ সময় টেবিলে পানি দিতে বললে বরপক্ষের লোকেরা ক্ষেপে যায়। একপর্যায়ে ঘটক রুবেল ও ছিদ্দিকসহ পাঁচ-সাত জন কনেপক্ষকে মারধর শুরু করে। ঘটনার একপর্যায়ে কনেকে নিয়ে বর পালিয়ে যান।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, বউভাত অনুষ্ঠানে মারামারির ঘটনা শুনেছি। কনেপক্ষকে ডেকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কি-না জানতে চাইলে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বলেন, বউভাত অনুষ্ঠানে কনেপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় কনের বাবা আইয়ুব আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে আইনি নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা