টঙ্গীতে টিকা না পেয়ে হাসপাতালে হামলা, আহত ৭
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে করোনার টিকা না পেয়ে হাসপাতালে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃস্পতিবার বেলা ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- সিনিয়র নার্স রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।
জানা যায়, সকালে হাসপাতালে হাজার হাজার নারী পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন তারা। সময়মত টিকা না পেয়ে তারা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালান। এসময় ৭ জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুদের তুলানায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।