শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুবলীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অভিযোগ করেছেন যুবলীগ নেতা ও তার প্রেমিকা। পুলিশ ইতোমধ্যে ভিডিও সরবরাহকারীদের শনাক্ত করার কাজ শুরু করেছেন।

থানা-পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে জানা গেছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামন সুমন বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামন বদির ছেলে। সুমন গত প্রায় এক বছর আগে পৌর সদর এলাকার এক যুবতীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এটি জানাজানি হলে সুমন বিভিন্ন মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে সাবেক পৌর মেয়রের রবিউল ইসলাম রবির মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকায় ওই যুবতীর সঙ্গে রফাদফা করা হয়। সম্প্রতি তাদের বিশেষ মুহূর্তের দৃশ্যগুলো সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামন সুমন বলেন, ওই যুবতীর সঙ্গে এক সময় আমার সম্পর্ক ছিল। সে সময় ওই যুবতী আমাকে ফাঁসাতে কৌশলে মুঠোফোনে কিছু আপত্তিকর দৃশ্য ধারণ করেছে। এ ঘটনায় কিছুদিন আগে প্রায় লক্ষাধিক টাকার বিনিময় ওই যুবতীর সঙ্গে সমঝোতা হয়েছে। তবে মনে হচ্ছে সম্প্রতি ওই যুবতী আবারও অর্থ হাতিয়ে নিতে ভিডিওটি প্রকাশ করেছে। আর ওই ভিডিওটি এখন মানুষের ফোনে ফোনে ঘুরছে। বিষয়টি নিয়ে গত ২৬ সেপ্টেম্বর বেলপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে ওই যুবতী জানান, তিনি থানায় অভিযোগ করেছেন। এবিষয়ে তিনি কিছু বলতে চান না। পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুঠোফোনে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ এনে যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। বিষয়টি মামলা হিসেবে রেকর্ডের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, সেই সঙ্গে যারা সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ার করেছেন, তাদের শনাক্ত করার কাজ চলছে। সন্দেহভাজন দু-একজনের মোবাইল ফোন আমরা এখন যাচাই-বাছাই করছি।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা