শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাসেল ও শামীমার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ পরিদর্শক নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন। কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের হয়। এই মামলার কয়েক ঘণ্টা পরেই গ্রেপ্তার হন মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিন।

এ জাতীয় আরও খবর