রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবির সেই ১৩৮ জনের নিয়োগ হাইকোর্টে স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এম আব্দুস সোবহানের গত ৫ মে দেওয়া ১৩৮ জনের নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়া বিশ্ববিদ্যালয়টির ২০১৭ সালের শিক্ষক নিয়োগ নীতিমালাও স্থগিত করেছেন আদালত।

সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ভিসি সোবহানের বিরুদ্ধে অনুসন্ধান করে আগামী ১৪ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একই সঙ্গে রাবির সাবেক এই ভিসির দুর্নীতির বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ইউজিসি চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, রাবির ভিসি, রেজিস্ট্রার এবং সাবেক ভিসি সোবহানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারীপক্ষের আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তার সঙ্গে ছিলেন আইনজীবী ফুয়াদ হাসান, রিপন কুমার বড়ুয়া ও সুপ্রকাশ দত্ত। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া জানান, এর আগে গত ২৩ মে রাবির সাবেক ভিসি আব্দুস সোবহানের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছিল। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি এবং অবৈধভাবে নিয়োগ দেওয়া সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা না নেওয়ার জন্য কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন গত ৩১ আগস্ট এই রিট দায়ের করেন।

এই আইনজীবী বলেন, এই রিটের শুনানি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সোবহানের বিরুদ্ধে দুর্নীতি এবং অবৈধভাবে নিয়োগ দেওয়া সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া তিনি শেষ কর্মদিবসে (গত ৫ মে) যে নিয়োগ দিয়েছিলেন তা স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে রাবির ২০১৭ সালের শিক্ষক নিয়োগ নীতিমালাও স্থগিত করা হয়েছে। আদালত আগামী ১৪ নভেম্বর দুদককে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত প্রতিবেদন দিতে বলেছেন।

ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া আরও বলেন, ক্যাব যেহেতু সেবা সংক্রান্ত বিষয়ে কাজ করে সুতরাং শিক্ষাটাও একটি সেবামূলক কাজ। অনেক অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ আসে। সে কারণে এ সংগঠনের পক্ষ থেকে রিটটি দায়ের করা হয়েছে।

জনবল নিয়োগে অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক লেনদেনসহ রাবির সাবেক ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্তের জন্য গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিনিয়র সদস্য প্রফেসর ড. দিল আফরোজ বেগমকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ওই তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয় ক্যাব।

 

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪০ জনকে সম্মাননা

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

এনসিপিকে লোকের ভয় দেখাবেন না: নাহিদ ইসলাম

চায়ের ‘রাজধানীতে’ ভেজাল চা

পিন্টু-লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা আসিফ মাহমুদের

তারেক রহমানের উদ্দেশে যা বললেন সারজিস আলম

উড়োজাহাজে বোমা থাকার খবরটি ভুয়া, বললেন বিমানের জিএম

সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান মির্জা ফখরুল

মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

এই হত্যার ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত সেক্রেটারি

স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা