সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি,বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উজানের পানির ঢল কমে যাওয়ায় পানি কমতে শুরু করেছে। শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে পানি কমার সাথে কোলকোন্দ ইউনিয়নের বিনাবিনা, লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইচলী, কেল্লার পাড়, বাগের হাট চরসহ কিছু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এদিকে বন্যাদূর্গতদের শনিবার ত্রাণ দিয়েছে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন।

দুপুরে লহ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইচলীতে ক্ষতিগ্রস্থ পানিবন্দী দেড়শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক আসিব আহসান। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার, রংপুর জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক প্রমুখ। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনপ্রতি ১০ কেজি চাল, মসুরের ডাল, সয়াবিন তেল, লবন, চিনি, মুড়ি, সেমাই, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়।

এ সময় স্থানীয়রা বলেন, তিস্তার বামতীরে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর থেকে লহ্মীটারী ইউনিয়নের মহিপুর পর্যন্ত একটি বাঁধ নির্মাণ করলে এসব এলাকার হাজার হাজার একর ফসলী জমি, ঘরবাড়ি, গাছপালা রক্ষা পাবে। ফলে এসব এলাকায় সারা বছর খাদ্যশস্য উৎপাদন হবে এবং জাতীয় অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখবে। এ বিষয়ে বারবার প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরকে জানালেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি তারা।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ৭ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। একনেকে এটি পাসের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনে আবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

উল্লেখ্য, উজানের পাহাড়ী ঢলে উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লহ্মীটারী, মর্ণেয়া ইউনিয়নের তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল, চর, দ্বীপচরের প্রায় ৬ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বন্যা দূর্গতের খাদ্য সহায়তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ১১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে ।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?