রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে ‘বেড খালি নেই’ ব্যানার, দুর্ভোগে রোগীরা

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে ঝুলছে ‘বেড খালি নেই’ ব্যানার। হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী। খালি নেই সাধারণ এবং আইসিইউ বেড। তাই হাসপাতালের সামনে এমন ব্যানার টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ৪০০ বেডের বিপরীতে ৫৮০ রোগী আছে। আরসিইউর ২২ বেডের সবগুলোতেই রোগী রয়েছে। মেডিকেল কলেজের করোনা ইউনিটে বেড ২১০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০০। আর আইসিই ‘র বেড সংখ্যা ১০ থেকে ২২টিতে উন্নীত করা হয়েছে। কিন্তু এরপরও রোগীর চাপ সামাল দেয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, বেড খালি না থাকায় হাসপাতালের মেঝেতেই রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। এখন মেঝেতেও রোগী রাখার মত জায়গা নেই। ফলে ন্যূনতম চিকিৎসা ও অক্সিজেন সেবা দিতেও বেগ পেতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহ বিভাগের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর থেকেও রোগীরা ভর্তির জন্য আসেছেন। এতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ বেড়ে গেছে। রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাও দুরূহ হয়ে পড়ছে। বেড খালি না থাকায় বাধ্য হয়েই তাদের ফেরত পাঠানো হচ্ছে। তবে যাদের অবস্থা অত্যন্ত খারাপ তাদের ভর্তি করা হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম বলেন, প্রতিনিয়তিই বাড়ছে করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। ২৩০ বেড নিয়ে করোনা ইউনিট চালু হলেও গত দেড় মাস ধরে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বেডের সংখ্যা কয়েক দফা বাড়িয়ে ৪০০ করা হয়েছে। সমস্যা সমাধানে বেড সংখ্যা আরও বাড়ানোর কাজ চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৮৬ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। আর মারা গেছেন ২১ জন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪