বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তারকাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

news-image

বিনোদন প্রতিবেদক : আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্ণ হলো। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধের পথ তৈরি করে দিয়েছিল। এরপর ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে আসে বিজয়।

যথাযোগ্য মর্যাদায় ও উদযাপনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে দেশে। দিনটিতে চলছে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের শোবিজ তারকারা স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছেন

দেশ স্বাধীনের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘লাল সবুজের বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে সকল জীবিত বীরযোদ্ধা ও যেসব শহীদ আত্মোৎসর্গ করেছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের জানাই সালাম ও শ্রদ্ধা।স্বাধীনতার অর্ধশতাব্দীতে আমরা অন্যরকম এক বাংলাদেশ পেয়েছি, যা বিশ্ব দরবারে মাথা উঁচু করে বেঁচে থাকার ও গর্বের। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ।যা-বিশ্ববাসীর কাছে এক রোল মডেল। বাংলাদেশ আরও এগিয়ে যাক। দেশের স্বাধীনতাকামী সব মানুষের এটাই চাওয়া। সবাইকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা।’

চিত্রনায়িকা জয়া আহসান লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বাবার গল্পে। প্রাণ নিবেদন করা বহু মুক্তিযোদ্ধার কাহিনীতে। পীড়িত নারীর আর্তিতে। বিদেশি বন্ধুদের হাতের আবাহনে। আকাশে উড়ন্ত লাল–সবুজে। আমি মুক্তিযুদ্ধ দেখেছি এর ৫০ বছরের সোনালি জয়ন্তীতে ভবিষ্যতের দিকে বাংলাদেশের হেঁটে যাওয়ায়। একাত্তরে প্রাণ দেওয়া এবং মুক্তিযুদ্ধের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম দেখার জন্য বেঁচে থাকা সব বাঙালিকে বিনীত অভিবাদন।’

স্বাধীনতার চেতনাকে সামনে রেখে বীর বাঙ্গালিকে এগিয়ে যাওয়ার আহ্বনা রেখে আরিফিন শুভ লিখেন, আজ এ মহান স্বাধীনতা দিবসে সকলের প্রতি আহ্বান রইলো, এ প্রহরে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে।মহান স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে বীর বাঙালির এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি সবাই।সকলকে জানাই মহান ঐতিহাসিক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

স্বাধীনতা জন্য জীবন দেয়া বীর মু্ক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘মহান স্বাধীনতা দিবস ২৬ এ মার্চ। ৫০ বছরে পা দিলো স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার এ সুবর্ণ জয়ন্তীতে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

সুবর্ণজয়ন্তীতে দেশকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও নিজ নিজ ফেসবুক ওয়ালে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

তিন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩৮ হাজার লোক, মৃত ১০

স্ত্রী-ছেলেমেয়েসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

রূপপুরে আগামী বছর বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

কুষ্টিয়ায় বজ্রপাতে গৃহবধূসহ নিহত ৪

‘কর্মফল ফিরে আসে, তারা জানে আমার সাথে কী করেছে’

৩ দফা দাবি জানালেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা

পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু

একজন পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না : জামায়াত

অভিযানের খবরে পালিয়ে গেলেন ডিম ব্যবসায়ীরা

পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে : অর্থ উপদেষ্টা