শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে আরো বিনিয়োগ করবে জাপান

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধু রাষ্ট্র জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো।

রোববার (২১ মার্চ) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সাক্ষাতকালে রাষ্ট্রদূত বলেছেন করোনা পরিস্থিতি শেষ হলে জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করবে।

বাংলাদেশে জাপানী সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে রাষ্ট্রদূত বলেন, করোনা ভাইরাস মহামারির মধ্যেও মাতারবাড়ি প্রকল্প এগিয়ে চলেছে। মাতারবাড়ি বাংলাদেশের ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ হবে এবং এটা হবে ‘গেম চেঞ্জার’।

নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানকে জায়গা দেওয়া হয়েছিল। এটি আগামী বছর প্রস্তুত হবে প্রধানমন্ত্রীকে অবহিত করেন নাওকি ইতো।

মীরেরসরাইয়ে হবে জাপানের জন্য দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশের অর্থনীতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাতারবাড়ি প্রকল্পের কাজ শেষ হলে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সফরে আমার বোন শেখ রেহানা ও ছোট ভাই শেখ রাসেল বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করলে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই জাপান ও বাংলাদেশ যৌথভাবে এ টার্মিনালটি পরিচালনা করবে।

সৌজন্য সাক্ষাতকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার পাঠানো বার্তা এবং ১৯৭৩ সালে জাতির পিতার জাপান সফরের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টরি ‘ওয়েলকাম বঙ্গবন্ধু (১৯৭৩)’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত নাওকি ইতো।

শুভেচ্ছা বার্তা ও ডকুমেন্টরি উপহারের জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

নব্বইয়ের দশকের শুরুতে বিরোধীদলের নেতা হিসেবে জাপান সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জাপান ছিল আমার স্বপ্নের রাজ্য।

সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন