মোদির সঙ্গে দেখা হবে, তাই শ্রাবন্তীর ঘুমই হয়নি
বিনোদন ডেস্ক : সম্প্রতি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভোটের প্রচারে রবিবার রাজ্যে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই প্রথমবার একদম সামনে থেকে মোদিকে দেখবেন ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার এ নায়িকা।
বিষয়টি নিয়ে গায়ে কাঁটা দিচ্ছে বলে হিন্দুস্তান টাইমসকে জানালেন শ্রাবন্তী।
তিনি জানান, সাত সকালে বিছানা ছেড়েছেন। রাতে বলতে গেলে ঘুম হয়নি। কারণ “প্রথমবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যাব। তার সঙ্গে দেখা হবে। অত্যন্ত উত্তেজিত। সোনার বাংলায় আসার জন্য স্বাগত জানাব।”
একই সঙ্গে শ্রাবন্তী জানান, বিধানসভা ভোটের প্রার্থী হওয়ার আশা করছেন। তবে বাকিটা নির্ভর করছে দল এবং ‘ওপরওয়ালার’ ওপর।
সাম্প্রতিক সময়ে তৃতীয় বিয়ের ভাঙন নিয়ে আলোচনা আছেন শ্রাবন্তী। তবে আইনিভাবে ছাড়াছাড়ি হয়নি। কয়েক দিন আগে স্বামী রোশান জানান, ছয় মাস ধরে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ নেই। স্ত্রীর রাজনীতিতে যোগ দেওয়ার খবরে বিস্মিত হন তিনি। পরে ‘শুভ কামনা’ জানান।
এ দিকে মোদির মঞ্চে একাধিক চমক থাকছে বলে জানায় রাজ্য বিজেপি। এর মধ্যে ‘মহাগুরু’-খ্যাত বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী তো থাকছেনই, সঙ্গে যোগ দিতে পারেন ‘খিলাড়ি’ নামে পরিচিতি বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।