শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক কাজ শুরু করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক কাজ শুরু করেছি। নেশা কী ধরনের ক্ষতি করে সে দিকগুলো ও আমরা তুলে ধরতে চেষ্টা করছি।

বৃহস্পতিবার ( ৩ জুন) ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এ মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মাদকের বিরুদ্ধে আমি বিভিন্নভাবে কথা বলতে চেষ্টা করেছি, বিভিন্ন অনুষ্ঠানে। মাদক যে একটি সর্বনাশা সেই দিকগুলো আমরা তুলে ধরতে চেষ্টা করছি। আজকেও ঠিক সেই চেষ্টাই করছি আমরা। মাদক সেবন করলে কী ধরনের সমস্যা হতে পারে সেই দিকগুলো তুলে ধরতে প্রথমে ৩৬ হাজার পোস্টার আমরা সারা বাংলাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে লাগানো হবে ছাত্রদের সচেতন করার লক্ষে।

মাদকের নেশায় যেন কোনো ছাত্র তার পরিবারের বোঝা না হয়। এজন্য মাদকের বিরুদ্ধে সকলকে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী । সূত্র : একাত্তর টিভি

এ জাতীয় আরও খবর