বিরাট-আনুশকার নকল করে বিতর্কিত বান্দেগি-পুনেশ
বিনোদন ডেস্ক : কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন বিরাট-আনুশকা দম্পতি। যেখানে উল্টো হয়ে শুয়ে স্বামীর গালে চুমু দিতে দেখা গেছে আনুশকাকে। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলো সেই ছবি।
এবার বিরাট-আনুশকার সেই পোজ নকল করে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ‘বিগ বস-১১’র প্রতিযোগী বান্দেগি কারলা ও পুনেশ শর্মা। এরপরই বিতর্কের মুখে পড়তে হয় তাদের।
কেউ তাদের ‘কপি ক্যাট’ বলে সম্বোধন করেছেন। আবার কেউ লিখেছেন, বিরুষ্কা দম্পতির মতো একেবারেই হয়নি। কেউ বলছেন, বিরাটের নকল কেনো করছো?