মেসির ছেলের জন্মদিনের সতীর্থরা
স্পোর্টস ডেস্ক : আর্জেনটাইন খুদে জাদুকর লিওনেল মেসি দীর্ঘ দিনের বান্ধবী অ্যান্তেনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পিঁড়িতে বসার আগেই দুই সন্তানের বাবা-মা মেসি ও রোকুজ্জো জুটি।
বার্সা সতীর্থদের মাঠের খেলায় ফলাফল যাই হোক না কোনো, বিয়ে জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানের উদ্দেশ্যে সবাই এক হয়ে যান। পালন করেন সেই দিবস কিংবা অনুষ্ঠান। যেমনটি দেখা গেলো মেসির ছেলের জন্মদিনেও। এই সপ্তাহেই মেসির বড় ছেলে থিয়াগোর বয়স পাঁচ বছর শেষ হলো। ছেলের পঞ্চম জন্মদিনে পার্টির আয়োজন করলেন মেসি।
মেসির ছেলের পঞ্চম জন্মদিন পার্টিতে যোগ দিলেন ক্লাব সতীর্থ এবং বন্ধু লুইস সুয়ারেজ। ছিলেন আর্জেন্টিনায় জাতীয় দল এবং ক্লাব সতীর্থ হ্যাভিয়ের মাচেরানোও। মেসির দুই থেলে থিয়াগো এবং মাতেও। খবর রয়েছে, আরও এক সন্তানের জনক হতে যাচ্ছেন তিনি।
ছেলের জন্মদিনের অনুষ্ঠানে মেসির পরিবারের সবাই উপস্থিত ছিলেন। মেসিকে ছেলের হাত ধরে অনুষ্ঠানস্থলে যেতে দেখা গেছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসতে দেখা গেছে সুয়ারেজকে। ডিজনির উপহারভর্তি ব্যাগ দেখা গেছে সুয়ারেজের হাতে। এর একটু পরই উপহারভর্তি ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেছে হ্যাভিয়ের মাচেরানোকেও। সাথে ছিলেন স্ত্রী ফার্নান্দাও।