সানিয়া মির্জাকে স্পেশাল ট্রিট দিলেন শোয়েব মালিক
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মালিক। হবে নাই বা কেন? অক্টোবরে দীপরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
বাইশ গজ মাতিয়েছেন শুধু নয়, তার পাশাপাশি কুড়ি-বিশের লড়াইয়ে সিরিজ সেরার পুরষ্কারও উঠেছে তার মাথায়।
তিনটি টি-টোয়েন্টিতে শোয়েবের সংগ্রহ ১০২ রান। তাই সিরিজ জিতে স্ত্রী সানিয়ার জন্য স্পেশাল ট্রিট উপহার দিলেন শোয়েব। সেই ট্রিটের ছবিই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সানিয়া। ছবিতে ধরা পড়েছে এই স্পেশাল ডিনার অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক আতিফ আসলাম ও সাবেক অলরাউন্ডার আজার মাহমুদ।
মেনুতে কী কী ছিল ফ্যানদের জন্য সেকথাও লিখেছেন সানিয়া। কিমা, পরোটা, লুসি ছাড়াও ছিল স্পেশাল চা। সানিয়ার জন্য শোয়েবের স্পেশাল টুইটের এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।