রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল মাতাবেন যে তিন সুন্দরী

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। শনিবার (৪ নভেম্বর) বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে সিলেটের পর্ব দিয়ে। বিপিএলের প্রতি আসরে একজন বিদেশি উপস্থাপকের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু এবারের আসরে উপস্থাপনার জন্য মাঠে থাকছেন দেশের তিন মডেল-উপস্থাপক জান্নাতুল পিয়া, সামিয়া আফরিন ও মারিয়া নূর।

জানা যায়, ক্রিকেটের এই ছোট ফরম্যাটে এবারের আসরের চমক হিসেবে মাঠে থেকে সরাসরি উপস্থাপনা করবেন জান্নাতুল পিয়া। স্টুডিওতে থাকবেন মারিয়া নূর ও সামিয়া আফরিন।

উপস্থাপনা নিয়ে জান্নাতুল পিয়া বলেন, বিপিএলের এবারের আসরে শুরু থেকেই মাঠে থাকব। বিশ্বের বড় বড় দেশে গিয়ে মডেলিং করার অভিজ্ঞতা থাকলেও ক্রিকেট উপস্থাপিকার ভূমিকায় এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। আশা করছি, পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।

গত আসরে ছিলেন ভারতের শিনা চৌহান। এবারও তেমনটি থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি গত দু’বারের আসরে মাঠে উপস্থাপকের ভূমিকায় আমব্রিনকে দেখা গেলেও এবার থাকছেন না তিনি।

এর আগে বিপিএলের আয়োজনটি চ্যানেল নাইনে সম্প্রচার হলেও এবার সেটা পরিবর্তন হচ্ছে। গাজী টিভির পর্দায় দেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এ আয়োজনটি প্রচার হবে।

এ জাতীয় আরও খবর