তাসকিনের বিয়ে মানি না!
স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদ। যাকে বলা হয় টাইগার গতিদানব।
তবে আগের সেই ফর্ম গত কয়েকটি সিরিজে মেলে ধরতে পারেননি সুদর্শন এই পেসার। তাতে কি, ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদের সুদৃষ্টি থেকে এক চুলও সরে যাননি তিনি। আর তা না হলে কেন তার বিয়ের খবরে শুভাকাঙ্ক্ষীদের চোখে জল আসবে?
বিয়ে করলে তারকাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে থাকেন ভক্ত, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু তাসকিনের প্রতি টিনএজার বা কিশোরীদের এতই ভালোবাসা যে, টাইগার এই গাতিদানবের বিয়েটা স্বাভাবিকভাবে নিতে পাচ্ছেন না তারা। তাই কেউবা আড়ালে, আবার কেউবা প্রকাশ্যে কান্নাকাটি করছেন।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন তাসকিন আহমেদ। বিয়ের পর জীবনের নতুন সময়টাকেও দারুণ উপভোগ করছেন টাইগার এই তারকা পেসার। কিন্তু মানতে পারছেন তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে এখনও অনেকে নিজের হতাশার কথা ব্যক্ত করছেন।
শুধু তাই নয়, এরই মধ্যে ”তাসকিনের বিয়ে মানি না” বলে ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয়ে গেছে!
তবে, আশার কথা হলো বিয়ের খবর পাওয়ার পর ভক্তরা যেমন আফসোস করছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুভকামনাও জানাচ্ছেন প্রিয় খেলোয়াড়কে।