নেট দুনিয়ায় বাবা-মা’র গ্ল্যামারকেও টেক্কা দিচ্ছে সুহানা খান
বিনোদন ডেস্ক : বলিউডের সময় এখন আর আগের মতো নেই। তারকাদের ছাপিয়ে এখন সামনে আসছে তাদের পুত্র-কন্যাদের কাহিনি।
সোশ্যাল মিডিয়ায় এখন পরের এই প্রজন্ম তারকারাই স্থান পাচ্ছে। সাইফকন্যা সারা কিংবা শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে সরগরম টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের বাসিন্দারা। এবার তাদের নজরে কেড়েছে শাহরুখ কন্যা সুহানা খান।
আঠারো বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে শাহরুখ-কন্যা। বাবার আদল রয়েছে তার মুখে। কিন্তু স্টাইল সেন্স মা গৌরীর মতোই পেয়েছে। এর নমুনা সোশ্যাল মিডিয়ায় আগেও মিলেছে। সম্প্রতি হ্যালোইন পার্টির আয়োজন করেছিলেন গৌরী খান। মুম্বাইয়ের এক অভিজাত ক্লাবে আয়োজিত হয়েছিল এই পার্টি।
যাতে তারকার ঢল নেমেছিল। তবে তারকাদের থেকেও বেশি উজ্জ্বল ছিল শাহরুখ-কন্যা সুহানার উপস্থিতি।
শর্ট ট্রান্সপারেন্ট ডিজাইনার পোশাকে পার্টিতে এসেছিল সুহানা। মেকআপ ছিল নাম মাত্র। কিন্তু তাতেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে শাহরুখ-কন্যা। শাটারবাগদেরও নজর ছিল তার দিকেই।