বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৪ দিনের সফরে কক্সবাজারে উদ্দেশে খালেদা জিয়া

news-image

ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে কক্সবজারের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

৪ দিনের সফরে আজ (শনিবার/২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পথে কক্সবাজারে উদ্দেশে রওনা দেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে গাড়ি বহরে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

সফর শেষে আগামী ৩১ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সফর ও নিরাপত্তা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে নানা নির্দেশনা দিতে ইতিমধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।

চেয়ারপারসনের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার নেতা-কর্মীরা ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসন ও চেয়ারপারসনের নিরপত্তাকর্মীদের পাশাপাশি পুরো সফরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সার্বিক নিরাপত্তা দেবে।

ঢাকা থেকে রওনা হয়ে খালেদা জিয়া প্রথমে ফেনীতে যাত্রাবিরতি করবেন। এরপর চট্টগ্রামে রাত্রিযাপন করে পরদিন তিনি কক্সবাজারে যাবেন। ৩০ অক্টোবর কক্সবাজারের বালুখালি-১ ও ২, ময়নাগুনা হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরে চট্টগ্রামে রাত্রিযাপন শেষে পরদিন ঢাকায় ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর