অবশেষে নোবেল পুরস্কার নিতে সম্মত হলেন বব ডিলান
বিনোদন ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর সাহিত্যের নোবেল পুরস্কার নিতে সম্মত হয়েছেন মার্কিন সংগীত শিল্পী বব ডিলান। সুইডিশ একাডেমি সোমবার এই কথা ঘোষণা করেছে।
গত অক্টোবরে পুরস্কার ঘোষণা হলেও ডিলান পুরস্কার গ্রহণ করেননি কিংবা নোবেল পুরস্কার গ্রহণের ভাষণ দেননি। সুইডিশ একাডেমি জানিয়েছে, তারা একান্তে ডিলানের সঙ্গে দেখা করে তার হাতে পুরস্কার তুলে দেবে। ৭৫ বছর বয়সী ডিলান সেখানে দুটি কনসার্ট করতে গেছেন।
তবে তিনি প্রকাশ্যে নোবেল পুরস্কার গ্রহণের বক্তব্য দেবেন না, বরং রেকর্ডকৃত একটি ভাষণ পরবর্তীতে প্রকাশ করবেন। যদি জুন মাসের মধ্যে ডিলান বক্তব্য প্রদান না করেন তাহলে পুরস্কারের ৯ লাখ ডলার হাতছাড়া করতে হবে। সুইডিশ একাডেমির পার্মানেন্ট সেক্রেটারি প্রফেসর সারা ডারিয়ুস বলেন, সুখবরটি হচ্ছে বব ডিলান ও সুইডিশ একাডেমি এই সপ্তাহে মিলিত হচ্ছে। বৈঠকটি হবে ছোট এবং আন্তরিক, কোনো গণমাধ্যম উপস্থিত থাকবে না। শুধু বব ডিলান এবং একাডেমির সদস্যরা উপস্থিত থাকবে।
প্রফেসর ডারিয়ুস বলেন, এর আগেও রেকর্ড করা ভাষণ দিয়েছেন নোবেল পুরস্কার জয়ীরা। ২০১৩ সালে এলিস মুনরো রেকর্ড করা ভাষণ দিয়েছিলেন। বিবিসি।