রোমানিয়ান সুন্দরীর প্রেমে আরবাজ
বিনোদন ডেস্ক : গত বছরের আলোচিত ঘটনার মধ্যে একটি ছিল আরবাজ খান ও মালাইকা আরোরার বিচ্ছেদ। এ জুটির বিচ্ছেদ নিয়ে নানারকম গুঞ্জন শোনা যায়। এদিকে বিচ্ছেদের পর মালাইকা ও আরবাজ দুজনেরই পৃথক প্রেমের খবর চাউর হয়। এ নিয়ে মুখ না খুললেও সম্প্রতি আরবাজ জানিয়েছেন, রোমানিয়ান এক সুন্দরীর সঙ্গে ডেট করছেন তিনি।
এর আগে গোয়ার এক নারীর সঙ্গে আরাবাজের প্রেমের গুঞ্জন শোনা যায়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আরবাজ খান বলেন, ‘আপনারা যদি ইয়োলোর কথা বলেন, তা হলে বলব, সে শুধু আমার ভালো বন্ধু। আমি যখন গোয়ায় যাই তখন তার সঙ্গে দেখা করি। সে সেখানে একটি রেস্তোরাঁ কিনেছে।’
তিনি কি রোমানিয়ান? এই প্রশ্নের উত্তরে আরবাজ বলেন, ‘না, সেটা আরেকটি মেয়ে। আলেক্সান্দ্রিয়া। আমার বন্ধু। হ্যাঁ, আমি তার সঙ্গে ডেট করছি। তবে এখনই আমাদের মধ্যে কিছু হচ্ছে না। এখনো অনেক পথ যেতে হবে।’
অনেকদিন ধরেই আরবাজ খানের ইনস্টাগ্রামে আলেক্সান্দ্রিয়ার ছবি দেখা যায়। বিভিন্ন সময় তার সঙ্গে ছবি পোস্ট করেছেন আরবাজ।