টসে হরে ফিল্ডিংয়ে বাংলাদেশে : দল অপরিবর্তিত
স্পোটস ডেস্ক : নিজের ২০০তম ওয়ানডে ম্যাচে টসে জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা। টস জিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাঁর।
প্রথম ম্যাচে ৯০ রানে হারের পর দলে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। সুরঙ্গা লাকমলের সঙ্গে থাকছেন দুই পেসার নুয়ান কুলাসেকেরা ও নুয়ান প্রদীপ। দলে আছেন দিলরুয়ান পেরেরাও। বাদ পড়েছেন পাথিরানা, সান্দাকান ও লাহিরু কুমারা।
অন্যদিকে বাংলাদেশ দল থাকছে অপরিবর্তিত। ২০০৯ সালের পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আজ বাংলাদেশের সামনে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা।
ধানুষ্কা গুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকেরা, নুয়ান প্রদীপ।