ফেসবুকে লাইভে আসছেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক :জনগণের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে নাগরিকদের মতামত শুনতে ও তাঁদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভে আসছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ মঙ্গলবার রাত ৮টায় লাইভে আসছেন ডিএমপির কমিশনার।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
ইউসুফ আলী জানান, ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজটি (Dhaka Metropolitan Police-DMP) সম্প্রতি ফেসবুকে ভেরিফায়েড হয়েছে। সেই পেজে লাইভে অংশ নেবেন আছাদুজ্জামান মিয়া।
ইউসুফ আলী আরো জানান, এই লাইভ প্রোগ্রামের অংশ হিসেবে খোলা হয়েছে ফেসবুক ইভেন্ট । যেকোনো প্রশ্ন, মতামত ও পরামর্শ জানাতে পোস্ট করা যাবে ইভেন্ট সেকশনেও।