গৃহকর্মীকে খেতে না দেয়ার দম্পতির কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে গৃহকর্মীকে না খাইয়ে রাখার অপরাধে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সোমবার বিবিসির এক প্রতিবেদনে খবরটি প্রকাশিত হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ওই দম্পতির নাম লিম চুন হং এবং তার স্ত্রীর নাম চং সুই ফুন। লিমকে ১০ হাজার ডলার জরিমানা এবং তিন সপ্তাহের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে চংকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন থেকে আসা ওই গৃহপরিচারিকার নাম থেলমা ওয়েসান গাউইদান। ওই দম্পতির জন্য কাজ করতে গিয়ে তাকে ১৫ মাসের বেশি সময় প্রায় না খেয়েই থাকতে হয়েছে। এতে করে তার ওজন ৪৯ কেজি থেকে ২৯ কেজিতে নেমে আসে। নুডুলসের পরিবর্তে তাকে কেবল রুটি খেতে দেয়া হতো বলেও জানায় গৃহকর্মী গাউইদান।
ওই গৃহকর্মী তার জবানবন্দীতে জানান, তাকে দিনে দু’বার স্বল্প পরিমাণে খেতে দেয়া হতো এবং বেশি খাবার চাইলে তিনি প্রত্যাখ্যাত হতেন। তাকে খুব স্বল্পসময় ঘুমানোর সুযোগ দেয়া হতো। এছাড়া তিনি সপ্তাহে একবার কিংবা দু’বার গোসল করার সুযোগ পেতেন।
গাউইদার আরো জানান, তার মোবাইল ও পার্সপোর্ট কেড়ে নেয়ার কারণে সাহায্য চাওয়ার উপায় ছিলোনা তার। শেষমেষ তিনি ২০১৪ সালে পালিয়ে যান এবং অভিবাসী কর্মীদের সাহায্যকারী দলের কাছে সাহায্যের জন্য আবেদন করেন।
উল্লেখ্য, সিঙ্গাপুরে বসবাসরত অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে পরিচারক-পরিচারিকা নিয়ে আসে এবং সেখানে গৃহকর্মী নিপীড়নের বিষয়টিও বেশ আলোচিত।