সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে মনগড়া ভাবে চলছে স্বণের্র বন্ধকি ব্যবসা অনেকেই হারাচ্ছে শেষ সম্বল

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : বাঞ্ছারামপুর উপজেলার গ্রাম থেকে পৌর শহরে মনগড়া ভাবে চলছে স্বর্ণের বন্ধকি ব্যবসা। যে যেভাবে পারছে হাতিয়ে নিচ্ছে চড়াঁ সুদ। আমাদের দেশের গ্রাঞ্চাচলে চৈত্র-বৈশাখ মাসে  সাধারণত মানুষের আর্থিক অনটন দেখা দেয়।তখন সাধারন মানুষ উপায়ন্তর না পেয়ে বাজারের  চড়া সুদ প্রদানের শর্তে স্বর্ণ বন্ধক দিয়ে নগদ টাকা নেন।আর  গ্রাহকদের এই অসহায়ত্বের সুযোগটি নেন স্বর্ণের বন্ধকী ব্যবসায়ীরা বলে অভিযুক্ত (মহাজনরা)। খোঁজ নিয়ে জানা গেছে,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের লাইসেন্সে বাঞ্ছারামপুরে স্বর্ণ ব্যবসায়ী সংখ্যা হাতে গুনা কয়েকজন মাত্র।জেলা প্রশাসনসূত্রে জানা গেছে,স্বর্ণ বন্ধকি ব্যবসারও বিশেষ কিছু রীতিনীতি রয়েছে। জানা গেছে, নিজের মুনাফা ইচ্ছেমত নেওয়ার জন্যই তারা বন্ধকী লাইসেন্স করতে আগ্রহী হন না।  জেলা প্রশাসন থেকে বন্ধকি লাইসেন্সপ্রাপ্ত বাঞ্ছারামপুরের জনৈক বন্ধকি ব্যবসায়ী জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন থেকে লাইসেন্স নিয়ে বৈধভাবে মানি লন্ডারিং তথা বৈধ বন্ধকি ব্যবসায়ীর সংখ্যা বাঞ্ছারামপুর উপজেলায় মাত্র ২ জন। ওই ব্যবসায়ী জানান, তারা সাধারণত স্বর্ণ বন্ধক রেখেই গ্রাহককে টাকা দিয়ে থাকেন। অভিযোগ আছে, বাঞ্ছারামপুরে বৈধ বন্ধকি ব্যবসার চেয়ে অবৈধ বন্ধকি ব্যবসায়ীর সংখ্যা ৫০ গুণ বেশি। তারা শতকরা ৪ থেকে ৬ টাকা হার সুদে স্বর্ণ বন্ধক রেখে এ ব্যবসা করছেন। তবে অতিরিক্ত সুদ রাখার অভিযোগ আছে বৈধ বন্ধকি ব্যবসায়ীদের বিরুদ্ধেও। তাছাড়া বৈধ-অবৈধ বন্ধকি ব্যবসায়ীদের নানা ফাঁদে পড়ে সুদ দিতে দিতে শেষ পর্যন্ত মূলধনও হারাতে হচ্ছে শতকরা ৬০% গ্রাহকদের।

এক গ্রাহক অভিযোগ করেছেন, তিনি এক বৈধ বন্ধকি ব্যবসায়ীর কাছে স্বর্ণ বন্ধক রেখে শতকরা ৬ টাকা মাসিক হার সুদে ২ বছর আগে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এ জন্য তাকে ৪ ভরি বিদেশি স্বর্ণালঙ্কার বন্ধক রাখতে হয়েছে। গত ২ বছরে তিনি যে টাকা ঋণ নিয়েছিলেন তার চেয়ে বেশি সুদ পরিশোধ করেছেন। অন্যদিকে অবৈধ বন্ধকি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে গ্রাহকরা আরও বেশি হয়রানির শিকার হচ্ছেন।
বাঞ্ছারামপুর গার্লস স্কুলের সামনে স্বনামধন্য কয়েক ব্যবসায়ীর ব্যবসার  খোজঁ নিয়ে জানা গেছে, তারা মক্কেলভেদে ’শতে ৪ থেকে ৬ টাকা হারে সুদ নিয়ে প্রতি ভরি স্বর্ণের ন্যায্য দাম থেকেও ১৫ হাজার টাকা কমে স্বর্ণ বন্ধক রেখে সময় সিমা বেঁধে দেয় গ্রাহককে।

এক পর্যায় বেঁধে দেয়া সময়ে গ্রাহক তার স্বর্ণ না নিতে পারলে সুদে আসলে স্বর্ণের ন্যয্য মূল্যের চেয়েও কম হিসাব করে স্বর্ণ ব্যাবসায়ীরা স্বর্ণ রেখে দেয়।এমন এক অভিনব জুলুম আর অমানসিক নির্যাতন দুর্নীতি ও সুদের অঙ্গ রাজ্য হিসেবে গড়ে তুলেছে বাঞ্ছারামপুরের গুটি কয়েক স্বর্ণ ব্যবসায়ী মহাজন।

এই বিষয়ে কথা বললে গার্লসস্কুলের সামনে অবস্থিত মেসার্স বিভাস জুয়েলার্সের মালিক পরিমল,  রতন,খোকন প্রমূখরা জানায়, অন্যরা এ ব্যবসা করে তাই আমরা করি,তবে লাইসেন্স নাই এটা সত্য’।

আবার দেখা যায়, ৩ মাস ১০ দিন স্বর্ণ বন্ধক থাকলেও ৪ মাস হিসাব করে সুদের টাকা নিয়ে যায়।৪ মাস কেন হবে প্রশ্ন করা হলে এক ব্যাবসায়ী বলেন সেটা বাজার স্বর্ণ ব্যাবসায়ী সমবায় সমিতির নিয়ম।
তাহলে প্রশ্ন থাকে তারা স্বর্ণ ব্যবসার লাইসেন্স নিয়ে কি ভাবে স্বর্ণ বন্ধক নামে সুদের ব্যাবসা করেন। বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সাধারন মানুষ স্বর্ণ ব্যাবসায়ীর কাছে স্বর্ণ বন্দক নামের সুদের টাকায় জুলুম জিম্মি,প্রতারনা প্রবঞ্চনাসহ স্বর্ণের ন্যায্য  মূল্য না দেয়ার অমানসিক নির্যাতন ও দুর্নীতির শিকার হচ্ছে।কারন-যেন দেখার কেউ নেই !

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক দুই ভূয়া সাংবাদিক, মামলা

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনগণকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান জানালেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি : শ্যামল

বাঞ্ছারামপুরে শিক্ষকের ব্যতিক্রমী  রাজকীয় বিদায় সংবর্ধনা 

ভার্জিনিয়ার ফোবানা থেকে সংগৃহীত অর্থ যাবে বানভাসিদের কাছে

নিউ ইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির জমকালো অভিষেক

একদিনে আরও ৪৬৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

অনিশ্চয়তার মুখে তসলিমা নাসরিনের ভারতে অবস্থান

হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

৫৬ সদস্যের নাগরিক কমিটির আত্মপ্রকাশ

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ও মিসরীয় পেঁয়াজে ঝুঁকছেন ক্রেতারা