ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাদক বিরোধী সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সংবাদ সম্মেলন করেছে আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মঈনুর রহমান, আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার, বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ এবং কসবা থানার ওসি মো. মহিউদ্দিন। পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “আমরা শীর্ষ মাদক ব্যবসায়ীদের একটি তালিকা করেছি, যাতে ৪০ জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। যে দুইজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তাদের নামও ওই তালিকায় রয়েছে। ” তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এখন মাদক অনেকটা কমে এসেছে। তবে সন্তুষ্টির পর্যায়ে নিয়ে আসা যায়নি। ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। ” মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।