বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর থেকে : নানা ভিন্নমাত্রিক বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান স্বাধীনতা দিবস স্বগৌরবে উদযাপন করা হয়েছে।রবিবার সকাল ৮টায় বাঞ্ছারামপুর পৌরসভার আয়োজনে বাঞ্ছারামপুর এস,এম,পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন বাহিনীর সালাম গ্রহন-প্যারেড পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি। এরপর,স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর বর্ণিল ডিসপ্লে প্রদর্শন ও যেমনখুশী তেমন সাজো প্রতিযোগিতা উদযাপিত হয়।বীর মুক্তিযোদ্ধাদের সমন্ধয়ে প্রীতি ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ১ম পর্ব শেষ হয়।দুপুরে ক্যা.তাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সন্মানা ও স্বাধীনতা দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যা.এবি তাজুল ইসলাম এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,সাবেক যুগ্মসচীব ও বাঞ্ছারামপুর উপজেলা আ.লীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান,পৌরমেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,ভাইস চেয়ারম্যান মিন্টু রনজন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর,উজানচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি,পৌর ছাত্রলীগের সভাপতি প্রকৌ.জুয়েল আহমেদ,পৌর যুবলীগ সভাপতি মো.কামাল আহাম্মেদ,উপজেলা ছাত্রলীগের সা.সম্পাদক সেলিম রেজা প্রমূখ।
দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা আ.লীগ আয়োজিত বাঞ্ছারামপুর উপজেলার প্রতিবন্দ্বীদের স্বাধীনতা দিবস বিশেষ উপহার হিসেবে নতুন শাড়ী-লুঙ্গী ও নগদ অর্থ সহায়তা দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসু ইসলাম।বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন উপজেলার সাংস্কৃতিক শিল্পীরা।