ঝড়ে নাসিরনগরে নৌকা ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু,ঘরবাড়ির ক্ষতিসহ ১১টি বিদ্যুৎ খুঁিট ভেঙ্গে পড়েছে
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উপর দিয়ে আজ শনিবার বয়ে যাওয়া ঝড়ে ফকিরদিয়া এলাকায় নৌকাডুবে উমিলা বেগম (৯) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে। এছাড়া ঝড়ে অসংখ্য গাছপালা, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠন ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ হয়। ঝড়ের পর থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া এলাকায় সকালে ঝড়ের কারণে মেঘনা নদীতে নৌকাডুবে ওই এলাকার জামাল হোসেনের মেয়ে ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেনীর ছাত্রী উমিলা বেগম মারা যায়। এ সময় নৌকায় থাকা চারটি ছাগলও মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ঝড়ে কাঁচা বাড়িঘর ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থসহ যেসব ক্ষতি হয়েছে তা নিরুপনের কাজ চলছে। তবে কোথাও বড় ধরণের কোনো ক্ষতি হয়নি। তবে যেটুকু ক্ষতি হয়েছে সেটা নিরুপনের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা তিনি।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া ঝড় বয়ে ৩৩ কেভির ৬টি বিদ্যুৎ খুঁটিসহ ১১ খুটিঁ ভেঙ্গে যাওয়ায় সন্ধ্যা পর্যন্ত নাসিনগরে বিদ্যুৎ সরবরাহ বিছিন্ন ছিল বলে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম জানান।